বুধবার, ১৭ জুলাই, ২০১৯

Message from Us!


৪১ তম বিসিএস প্রিলি'কে লক্ষ্য রেখে চালু হতে যাচ্ছে আমাদের প্রকল্প "BCS Preparation Program"; এর আওতায় যা যা পাবেন—

১. কিছু দুর্লভ বোর্ড পাঠ্যবইসহ কিছু বই এর PDF ই-বুক।
২. কিছু বই এর ডাইজেস্ট।
৩. নিউজপেপার ডাইজেস্ট।
৪. সাম্প্রতিক তথ্যব্যাংক।
৫. বিশেষজ্ঞদের দেওয়া প্রয়োজনীয় পরামর্শ নিয়ে BCS Advice Bank ব্লগ।
৬. প্রয়োজনীয় তথ্যসেবা ও বুলেটিন পেতে BCS Infobank ব্লগ।
৭. মাসিক পূর্ণাঙ্গ মডেল টেস্ট (উত্তরমালাসহ)।
এবং,
এ সবকিছু নেভিগেশনের জন্য একটি অ্যাপ।

♦ যেসব বই এর PDF ই-বুক পাবেন:—
→ ষষ্ঠ হতে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ বই।
→ ষষ্ঠ হতে নবম-দশম শ্রেণির সাধারণ গণিত।
→ অষ্টম ও নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
→ নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ, সামাজিক বিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, ভূগোল, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি।
→ একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি দ্বিতীয় পত্র।
→ লাল নীল দীপাবলি ও কতো নদী সরোবর।
উক্ত ই-বুকগুলোর প্রত্যেকটি MCQ প্রশ্ন ও গুরুত্বপূর্ণ বানান বিশেষ বিশেষ কালার দিয়ে আন্ডারলাইন করা আছে।

♦ যেসব বই এর ডাইজেস্ট পাবেন:—
→ নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
→ একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
→ BTEF ভ্রমণ সংকলন।
→ এছাড়াও সাম্প্রতিক আলোচিত বইসমূহ।

Note: ই-বুকগুলো হাইকোয়ালিটিসম্পন্ন তাই অনেক বেশি স্পেস নিয়ে থাকে বলে এসব ব্লগে পাওয়া যাবে না, CD ডিস্কে করে সরবরাহ করা হবে। বাকি সবকিছু ব্লগে পাওয়া যাবে।

এছাড়া ১০টি বিষয়ের প্রতিটির স্বতন্ত্র 'নোটবুক ব্লগ' খোলা হয়েছে তবে এই ফিচারটি বাস্তবায়ন সময়সাপেক্ষ।

আর, ফেসবুকে আপডেট পেতে লাইক দিন আমাদের এই প্রকল্পের ফেসবুক পেজে।
ফেসবুক পেজের লিংক→

স্বপ্ন যখন বিসিএস | BCS Preparation Program

Preface to BCS Preparation Program!

<Photo>

Speech.

বিসিএস প্রস্তুতি প্রকল্প

BCS Preparation Program (BCSPP) Syllabus  Office  Classroom  Library  Tests  Noticeboard  Help?  Facebook  |  YouT...